25483

04/10/2025 সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ মামলা ইসরায়েলের

সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ মামলা ইসরায়েলের

রাজটাইমস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:১১

সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার ভয়াবহতাকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক ‘ভূমিকম্প’ বলে অভিহিত করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ইসরায়েলের যুদ্ধবিমানগুলো সিরিয়ার তারতুস এবং লাতাকিয়া শহরসহ দেশটির পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মূলত ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও গোলাবারুদের গুদামে বোমাবর্ষণ করে। এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, দখলদার ইসরায়েল বাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের মূল শহরের ১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা হামা এবং হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলার ঘটনাকে স্পুৎনিক ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার উপকূলীয় তারতুস প্রদেশ লক্ষ্য করে অসংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের ক্ষমতা দখলের নয় দিন পরও ইসরায়েল এসব হামলা চালাচ্ছে কিন্তু ক্ষমতা দখলকারী হায়াতে তাহরির আশ-শামের বিরুদ্ধ কিছুই বলছে না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]