25488

04/05/2025 চাকরি ও পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন

চাকরি ও পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন

রাজটাইমস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২৫

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, যেকোনো ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে, সে বিষয়ে সুপারিশ করা হবে। পাসপোর্ট করার ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার। এটার জন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে? ইংল্যান্ডে পাসপোর্টের আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে।

তিনি বলেন, আমরা তথ্য অধিকার আইনকে খুব গুরুত্ব দিচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগে এ বিষয়টি দেখভাল করতে একজন করে কর্মকর্তা দেওয়া হবে। তবে এখনো তথ্য অধিকার আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে না।

উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনো পদোন্নতি না দেওয়ার জন্যও সপারিশ করা হবে বলে জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, পরীক্ষায় ৭০ নম্বর না পেলে তাকে পদোন্নতি দেওয়া হবে না। এর মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যেকোনো ক্যাডারের যে কেউ ৭০ নম্বর পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]