25500

04/10/2025 ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার অর্ধশত সেনা নিহত

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার অর্ধশত সেনা নিহত

রাজ টাইমস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৪ ১১:১১

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন উত্তর কোরিয়ার অর্ধশত সেনা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার এসব সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স।

তিন দিনের লড়াইয়ে ওই সেনাদের হত্যার দাবি করেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিশেষ ওই বাহিনী। এছাড়া এই লড়াইয়ে আহত হয়েছেন আরও অন্তত ৪৭ সেনা।

ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছে। কুরস্কের যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সেনা ও সামরিক সরঞ্জামকে নিশানা করার এফপিভি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট বলেছে, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের ওব্লাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]