25503

04/05/2025 ঢাকা মেডিকেলে জোবায়েরপন্থীদের ওপর হামলার অভিযোগ, সেনাবাহিনী মোতায়েন

ঢাকা মেডিকেলে জোবায়েরপন্থীদের ওপর হামলার অভিযোগ, সেনাবাহিনী মোতায়েন

রাজ টাইমস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার রেশ এসে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও।

সেখানে মাওলানা জোবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) মেডিকেলে চিকিৎসারত আহতরা জানান, ঢামেকে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে আবারও হামলা চালায় জোবায়েরপন্থীরা। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে হাসপাতালের জরুরি বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আহত ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]