25518

04/04/2025 রাবিতে সিয়াম স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন "বস স্কোয়াড"

রাবিতে সিয়াম স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন "বস স্কোয়াড"

রাবি প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের আয়োজনে "সিয়াম স্মৃতি" অন্তঃফ্লোর শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে হলের ৩য় ব্লকের ৩য় ফ্লোরের "শহীদ আবু রায়হান একাদ্বশ" টিমকে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একই ব্লকের ১ম ফ্লোরের বস স্কোয়াড টিম।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন মাঠে বিজয়ী ও রানার্সআপ টিমকে টফি ও মেডেল প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য।

এতে ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিজয়ী টিমের অধিনায়ক সাগর খান।

শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান।

এসময় ফরিদ উদ্দিন খান বলেন,আমরা বাঙালিরা একটু আবেগপ্রবণ আর খেলাধুলার ক্ষেত্রে আবেগটা একটু বেশি কাজ করে। আজ এ খেলায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং হল কর্তৃপক্ষ এত সুন্দর একটি আয়োজন করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

সমাপনী বক্তব্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো.মাহবুবর রহমান বলেন, সিয়ামের স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন। তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাকে অনেক ব্যথিত করেছে। সিয়াম অনেক খেলাধুলা প্রেমিক ছিল সে বেঁচে থাকলে তার এই টিমকে লিড দিতো । হলের সবার প্রচেষ্টায় আজকের টুর্নামেন্টেটি আমরা স্বল্প-সময়ে সফলভাবে শেষ করতে পেরেছি এবং আগামীতে এমন আরো খেলাধুলার আয়োজন হবে। আমাদের হলের সমস্যাগুলো সমস্যা সমাধানে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাবো এ প্রত্যাশা রাখছি।

উল্লেখ্য গত ১ডিসেম্বর বিকেলে সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে ক্রিকেট খেলায় নন স্ট্রাইকে থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন সিয়াম পরে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম, জিয়া হলের হাউজ টিউটর অধ্যাপক মতিউর রহমানসহ হলের সাধারণ শিক্ষার্থীরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]