2552

03/16/2025 শুরু হল বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

শুরু হল বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

রাজটাইমস ডেস্ক

২২ ডিসেম্বর ২০২০ ২৩:৫২

বাংলাদেশ-ভারত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ৫১তম সীমান্ত সম্মেলনে শুরু হয়েছে। এতে দুই বাহিনীর প্রধান নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় আসামের রাজধানী গুয়াহাটিতে দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন শুরু হয়।

সম্মেলন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

এদিন সকালে সকালে সীমান্ত সম্মেলনে যোগ দিতে মহাপরিচালকের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতে পোঁছায়।

বিজিবির প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করে।

‘সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।’

পরবর্তীতে বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধি দল বিএসএফের হেলিকপ্টারে করে গুয়াহাটিতে পৌঁছায়। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান।

এদিকে, সম্মেলনে ভারতের পক্ষ থেকে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।

উল্লেখ্য, যৌথ এই সম্মেলনটি আগামী ২৫ ডিসেম্বর যৌথ আলোচনার দলিল (জেআরডি) স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্ত হবে। ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরবেন। 

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]