25532

04/04/2025 রাবির সাথে ইবনে সিনা ট্রাস্ট এর সমঝোতা স্মারক স্বাক্ষর

রাবির সাথে ইবনে সিনা ট্রাস্ট এর সমঝোতা স্মারক স্বাক্ষর

রাবি প্রতিনিধি:

২০ ডিসেম্বর ২০২৪ ২২:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও তাদের পিতা-মাতা এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি তে ছাড় প্রদানের বিষয়ে রাবির সাথে ইবনে সিনা ট্রাস্ট এক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ সমঝোতাপত্র স্বাক্ষর হয়।

রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট-২ নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতাপত্র বিনিময় করেন।

ইবনে সিনা ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার রাজশাহীর ইউনিট ইনচার্জ সাইদুর রহমান সাইদ রাজশাহীতে তাদের চিকিৎসা সেবা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য উন্নততর ও সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগ্রহী। সে লক্ষে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শীঘ্রই তার ইতিবাচক প্রভাব দেখা যাবে।

পাশাপাশি অধিকতর চিকিৎসা সেবার জন্য দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানসূহের সাথেও সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। এরফলে দ্রুত ও স্বল্প খরচে উন্নততর চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। আগামীতে এধরনের সেবা নিশ্চিত করার আরো পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।"

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো মাহবুবর রহমানসহ বিভিন্ন অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, অফিস প্রধান, বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]