25552

04/10/2025 তুরস্কে হাসপাতাল ভবনে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

তুরস্কে হাসপাতাল ভবনে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

রাজ টাইমস ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাসপাতালের ভবনে ধাক্কা লেগে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে দু'জন পাইলট, একজন চিকিৎসক ও আরেকজন চিকিৎসাকর্মীকে নিয়ে উড্ডয়ন করছিল।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে। তবে ভবনের ভেতরে বা মাটিতে থাকা কেউ আহত হয়নি। ঘন কুয়াশার মধ্যে ঘটা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার ধ্বংসাবশেষ হাসপাতাল ভবনের বাইরের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরিসেবা দল রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]