25561

04/10/2025 দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রাজটাইমস ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৪ ১২:০৫

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের মাইফ্লাইওয়ার এলাকার গুবা সুপার মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।

গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে দোকানের সিকিউরিটি গার্ড আমজাদ হোসেনকে দরজা খুলতে বলেন একদল দুর্বৃত্ত। তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে একদল সন্ত্রাসী দোকানে প্রবেশ করে। তিনি কোন কিছু বুঝে উঠার আগেই তাকে কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন নিহত হন। তবে সন্ত্রাসীরা যাওয়ার সময় কোন কিছু নিয়ে যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত আমজাদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মনির আহমদ সওদাগর বাড়ির মো. রবিউল হোসেন ওরফে হোরা মিয়া সওদাগরের ছেলে।

বিবিএ শেষ করে দেড় বছর আগে টাকা উপার্জনের তাগিদে দক্ষিণ আফ্রিকায় আসেন। এখানে একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি৷ আমজাদের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]