25564

04/19/2025 ধামইরহাটে রাতের আঁধারে গরম কাপড় নিয়ে এতিমের পাশে ইউএনও

ধামইরহাটে রাতের আঁধারে গরম কাপড় নিয়ে এতিমের পাশে ইউএনও

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:০১

নওগাঁর ধামইরহাটে শীতের রাতে বিভিন্ন এতিম খানায় গরম কাপড় পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ।

গতকাল রোববার  রাত ৯ টায় উপজেলার রাঙ্গামাটি হাইয়ুল উলুম, গাংরা পূর্বপাড়া ও দারুস সালাম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৪৫ জন অনাথ শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি সরকারি ক্যাপিটেশন গ্রান্ট এতিম খানায় শিশুদের খাবার ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন।

কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সামসুল ইসলাম, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ। শীতের রাতে প্রশাসন থেকে খোজ-খবর নেয়া ও গরম কাপড় প্রদানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সূধী মহল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]