25576

04/04/2025 ধামইরহাটে দুর্বৃত্তের আগুনে কপাল পুড়লো কৃষকের

ধামইরহাটে দুর্বৃত্তের আগুনে কপাল পুড়লো কৃষকের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষকের ধানের পালা এবং খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার আলমপুর ইউনিয়নের অর্ন্তগত সিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ওই এলাকার কৃষক মাসুদুর রহমানের ৪ বিঘা জমির ধান এবং তার আপন চাচা কৃষক ইন্তাজুল হকের প্রায় ৭ বিঘা জমির খড় আগুনে পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কৃষক মাসুদুর রহমান জানান, আমি মাঠ থেকে প্রায় ৭ বিঘা জমির ধান শ্রমিক দিয়ে বাড়ির খলিয়ানের সামনে পালা দিয়ে রাখা ছিল। আর কয়েকদিন পরে ধানগুলো মাড়াই কাজ শেষে বাজারে বিক্রয় করা হতো। এর মধ্যে এমন জঘন্যতম ঘটনায় আমার প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

পাশাপাশি আমার চাচার ৭বিঘা জমির খড় আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, অভিযোগ এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]