25583

04/10/2025 আসাদ বাহিনীর প্রত্যাঘাতে সিরিয়ায় নিহত ১৪

আসাদ বাহিনীর প্রত্যাঘাতে সিরিয়ায় নিহত ১৪

রাজ টাইমস ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫

ক্ষমতা হারানোর আড়াই সপ্তাহের মধ্যেই প্রত্যাঘাত করল সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা।

আসাদ বাহিনীর হামলায় বুধবার দেশটির নতুন অন্তর্বর্তী সরকারের অন্তত ১৪ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১০ জন। সিরিয়ারর বিদ্রোহী জোট সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে মঙ্গলবার থেকে দু’গ্রুপের সংঘর্ষ শুরু হয়। সেখানেই আসাদ বাহিনীর হামলায় ১৪ জন নিরাপত্তা আধিকারিক নিহত হন। প্রাণ হারান আসাদ-অনুগত তিন সেনারও।

সে দেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত আসাদ সরকারের এক কর্মকর্তাকে গ্রেফতারের উদ্দেশ্যে তারতুসে অভিযান চালানো হয়েছিল। তখনই দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।

গত ৮ ডিসেম্বর আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার প্রাণ বাঁচাতে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান। তবে এখনও পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকার কিছু অংশ সাবেক সরকারের অনুগত সেনা ও মিলিশিয়া বাহিনীর দখলে রয়েছে।

সিরিয়ায় দীর্ঘ দিন শাসন করেছে আসাদ পরিবার। বাশারের বাবা হাফিজ আল-আসাদ টানা ৩০ বছর সিরিয়া শাসন করেছিলেন। বাশার এবং তার বাবা হাফিজ, দু’জনে মিলে ৫৪ বছর সিরিয়া শাসন করেছেন।

২০০০ সালে হাফিজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার। টানা ২৪ বছর শাসন করার পর গত ৮ ডিসেম্বর সিরিয়ায় তার সাম্রাজ্যের পতন হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]