25596

04/19/2025 পাবনায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ৩

পাবনায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ৩

রাজ টাইমস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০

পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]