25600

04/10/2025 এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক

এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক

রাজ টাইমস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৪ ২০:১৩

ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকটি এ বছর আর হচ্ছে না। বৈঠকটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিষয়টির সাথে সংশ্লিষ্ট বিএসএফের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, গত নভেম্বরেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে তা এক মাস পিছিয়ে দেয়া হয়েছিল। সেটি এখন ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘বৈঠকের নতুন তারিখ এখনো ঠিক হয়নি। তাই এই বছরে আর এই বৈঠক অনুষ্ঠিত হবে না। গত মাসে বৈঠক পিছিয়ে দেয়ার পর ডিসেম্বরে পারস্পরিক সমঝোতার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি।’

তিনি আরো বলেন, ‘সীমান্তে বিজিবি-বিএসএফের সদস্যদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। কিন্তু এগুলো ছোট। যেগুলো সমাধান করা যাবে না সেগুলো দুই বাহিনীর প্রধানের বৈঠকে তোলা হবে। তবে এই মুহূর্তে তাদের বৈঠক না হলেও বিষয়টিকে আমরা বড় করে দেখছি না। কারণ, মধ্যমসারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে।’

উল্লেখ্য, দুই সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা বছরে দু’বার মিলিত হন। এতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধীসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]