25609

04/07/2025 ইমরান-ফারুকের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’

ইমরান-ফারুকের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’

ইবি প্রতিনিধি:

২৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৫

সাতক্ষীরা জেলার সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন ‘আমরা’ এর ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফারুক হোসেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

আট সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- অর্থ সম্পাদক আব্দুলাহ আল মাসুদ, তথ্য ও প্রচার সম্পাদক জিসান আহমেদ, সমাজসেবা সম্পাদক শাপলা পারভীন, স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক রহিমা আতকিয়া জেবা, কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক কমল কৃঞ্চ সরদার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান।

নবগঠিত কমিটির সভাপতি ইমরান হোসেন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন আসলে সবার একনিষ্ঠ সহযোগিতায় এগিয়ে যায়। সকলের সহযোগিতা না থাকলে কখনোই ভালো কিছু সম্ভব না। আমি সকলের সহযোগিতা কামনা করি। একইসঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য দোয়া কামনা করি।

সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মো. অলিউল্লাহ বলেন, আজ সংগঠনের বার্ষিক বনভোজনের আয়োজন ছিলো। একইসঙ্গে আগামী কার্যবর্ষের কমিটি গঠন করা হয়েছে। আশা করি, নতুন কমিটির হাত ধরে সংগঠন আরও এগিয়ে যাবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১লা জানুয়ারি কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে গড়ে ওঠা সংগঠন হলো ‘আমরা’। এটি বাংলাদেশের দক্ষিণ বঙ্গের উপকূলীয় জেলা সাতক্ষীরার একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত ‘সুখে-দুঃখে সবার পাশে, আমরা আছি একসাথে’ স্লোগান ধারণ করে সমাজের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড (মেধাবী সংবর্ধনা, বৃক্ষরোপণ, ত্রাণ বিতরণ, দ্বিমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ) পরিচালনা করে সুনাম কুড়িয়েছে সংগঠনটি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]