25614

04/23/2025 মানুষের ধারণা অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে: ফখরুল

মানুষের ধারণা অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে: ফখরুল

রাজ টাইমস ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৪ ২০:০৩

অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে- এমন মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ‌নিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য ক‌রেন তি‌নি। ফখরুল বলেন, 'এটি আমার ধারণা নয়, দেশের মানুষের মাঝে ধারণা তৈরি হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়। কিন্তু একই সঙ্গে এটা মানুষের মধ্যে আশংকা সৃষ্টি করেছে।'

ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কমিয়ে ১৭ বছর করা উচিত বলে বক্তব্য দি‌য়ে‌ছি‌লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বক্তব্য ধ‌রে মির্জা ফখরুল বলেন, 'প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন, ভোটারের বয়স ১৭ হলে ভালো হয়। আপনি যখন বলছেন, তখন নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি হয়। এটা ইলেকশন কমিশনের কাজ, তাদের ওপর ছেড়ে দিন।'

ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর সকলের কাছে গ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, 'যদি কমাতে চান, সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে এ বিষয়টা আনা উচিৎ ছিল, এটা ভালো হতো।' তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হত না ব‌লে উ‌ল্লেখ ক‌রেন তি‌নি।

নতুন রাজনৈতিক দল গঠন প্রস‌ঙ্গে ফখরুল ব‌লেন, 'নির্বাচন প্রক্রিয়ায় আরও দুই-তিনটি দল তৈরি হলে আমাদের কোনো আপত্তি নেই। ১০০ বা ২০০ হলেও আমাদের আপত্তি নেই।' ত‌বে দলগুলো কতটা কাজে লাগবে তা জাতি বিচার করবে ব‌লে মন্তব্য ক‌রেন মহাস‌চিব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]