25620

04/10/2025 আফগান বাহিনীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত

আফগান বাহিনীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত

রাজটাইমস ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৪৫

পাকিস্তানি বিমান আফগানিস্তানে বোমা হামলা চালানোর কয়েকদিন পর তালেবান বাহিনী পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালিয়ে ১৯ জন সেনাকে হত্যা করেছে।

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে তোলোনিউজ জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব আফগান প্রদেশ খোস্ত এবং পাকতিয়ায় তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। আফগান সীমান্ত বাহিনী খোস্তের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন লাগিয়ে দিয়েছে এবং পাকতিয়ার দান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করেছে বলে জানা গেছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে দুই বাহিনীর মধ্যে ভারী অস্ত্রসহ বিক্ষিপ্ত লড়াই জারি রয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ এই সপ্তাহে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জন যাদের প্রধানত নারী ও শিশু, পাকিস্তানিকে হত্যা করার অভিযোগ করার পরে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।পাকিস্তানের একটি সিনিয়র নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তারা "সন্ত্রাসী আস্তানাগুলি" লক্ষ্য করেছে, যদিও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে বোমা হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেনি।

একজন ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং আরও সাতজন আহত হয়েছে বলে সীমান্তের একটি সিনিয়র নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে। পাকিস্তানের সীমান্ত জেলা কুররামের অন্তত দুটি স্থানে সংঘর্ষ হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক এক্স-এ বলেছে যে পাকিস্তানের সীমান্তের ওপারে বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংগঠিত হয়েছিল। খোস্তের একজন প্রাদেশিক কর্মকর্তা এএফপিকে বলেছেন যে সংঘর্ষের ফলে বাসিন্দাদের সীমান্ত এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তবে আফগান বাহিনীর মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রাদেশিক রাজধানী খোস্ত শহরে, শনিবার শত শত আফগান পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, বেসামরিক মৃত্যুর জন্য জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির সাথে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে শত্রুতার সর্বশেষ পরিণতি ছিল এই হামলা।

সূত্র : ফার্স্টপোস্ট

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]