2563

03/17/2025 আবারো স্থগিত ডিসি সম্মেলন

আবারো স্থগিত ডিসি সম্মেলন

রাজটাইমস ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২০ ২০:১৭

করোনা পরিস্থিতির কারনে স্থগিত করা হয়েছে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলন। বুধবার (২৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম।

শেখ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার কারণে ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে। সব ডিসিকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হচ্ছে। 

চলতি বছরে স্থগিত হওয়া সম্মেলনটি আগামী ৫-৭ জানুয়ারি ঢাকায় হওয়ার কথা ছিল। অন্যবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হলেও কোভিড ১৯-এর কারণে ওসমানী স্মৃতি মিলনায়তনে সেসব অধিবেশন করার পরিকল্পনা নেয়া হয়েছিল।

প্রতি বছর ডিসি সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকরা।

প্রসঙ্গত, ডিসিদের নিয়ে এই সম্মেলন সাধারণত জুলাই মাসে অনুষ্ঠিত হয়। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই এ সম্মেলন হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আবারও স্থগিত হল ডিসি সম্মেলন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com