25633

04/10/2025 পশ্চিমতীরে ফিলিস্তিনি নারী সাংবাদিককে গুলি করে হত্যা

পশ্চিমতীরে ফিলিস্তিনি নারী সাংবাদিককে গুলি করে হত্যা

রাজ টাইমস ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৪ ১০:৪০

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে সাংবাদিক শাজা আল-সব্বাগকে মাথায় গুলি করে হত্যা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) বাহিনীর নিরাপত্তা সদস্যরা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে পিএ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল-কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাজার মাথায় গুলি করা হয়। খবর ইরনা ও মেহের নিউজের।

নিহতের পরিবার জানিয়েছে, শাজা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন এবং তাকে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনি রাজবন্দিদের পরিবারের কমিটি এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে একে একটি ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, নতুন এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি অবজ্ঞা প্রকাশ করে। এ ঘটনা জাতীয় ও মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।

মানবাধিকার সংগঠন এবং কর্মীদের কাছে এই দমনমূলক এবং রক্তাক্ত পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এই কমিটি।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদসহ (পিআইজে) অন্য সংগঠনগুলোও শাজা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। ইসরাইলি বাহিনীর পাশাপাশি গত দুই সপ্তাহে পিএ বাহিনীও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। যার ফলে সেখানে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়।

ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধারা এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, পিএ দখলকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের রক্ষার পরিবর্তে ইসরায়েলিদের গোলামে পরিণত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]