04/10/2025 অক্টোবর থেকে উত্তর গজায় ৪০ ইসরায়েলি সেনা নিহত
রাজ টাইমস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:০২
দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে।
গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনো ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছে এবং রোববার সেদরত শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত ৫টি রকেট ছোঁড়েছে।
এদিকে, রোববার ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে, গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ৪০ জন সেনা নিহত হয়েছে।
এ সময় ইসরায়েলের ৫ হাজার ৫৪১ জন সেনা আহত হয়। চলমান গাজা আগ্রাসনে ইসরায়েল সবচেয়ে বেশি সেনা হারাচ্ছে বলে দেশটির নাগরিকরা অভিযোগ করছে।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮২৪ জন ইসরায়েল সেনা নিহত হয়েছে। এরমধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে দাবি করেছে।