2564

04/04/2025 আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে তালা, বিচারক প্রত্যাহার

আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে তালা, বিচারক প্রত্যাহার

রাজটাইমস ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২০ ২০:৪৩

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক দেরীতে এজলাসে আসার প্রতিবাদ জানালে এক আইনজীবীকে আসামির লকআপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।  

এদিকে সর্বশেষ পাওয়া তথ্যমতে, ওই বিচারককে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন। তারা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে বিক্ষোভ করছেন। 

বেলা দুপুর ১টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। ওই বিচারকের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আইনজীবীরা। 

এদিকে আইনজীবীদের আন্দোলনের ফলে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

আদালত সূত্রে জানা যায়, রুবেল আহমেদ নামে এক আইনজীবী লকআপে আটকে রাখার অভিযোগ এনে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন। 

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]