04/23/2025 আইপিএলে দল না পাওয়া ওয়ার্নার নাম লেখালেন পিএসএলে
রাজটাইমস ডেস্ক
১ জানুয়ারী ২০২৫ ১৯:০০
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ডেভিড ওয়ার্নার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন এখনো। খেলতে চেয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।
তবে নিলামে নাম লেখালেও তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। আইপিএলে দল না পেয়ে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
পাকিস্তান সুপার লিগ নিজেদের প্ল্যাট ফর্ম এক্সে জানিয়েছে, ‘রোমাঞ্চকর একটা বছর শেষ করে অজি পাওয়ার হাউজ ডেভিড ওয়ার্নার পিএসএল ড্রাফটে নিবন্ধন করেছেন।’
পিএসএলের পরবর্তী মৌসুম শুরু হবে এ বছরের ৮ এপ্রিল। চলবে ১৯ মে পর্যন্ত। আসন্ন আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।
ওয়ার্নার ছাড়াও নিউজিল্যান্ড পেসার টিম সাউদিও পিএসএলের ড্রাফটে নিবন্ধন করেছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া সুপার এইট থেকে বিদায় নেয়ার পর টি-টোয়েন্টিকে বিদায় জানান ওয়ার্নার।