25648

04/04/2025 সমালোচনার মুখে যোগদান করেননি রাবির দুই সহকারী প্রক্টর

সমালোচনার মুখে যোগদান করেননি রাবির দুই সহকারী প্রক্টর

রাজ টাইমস ডেস্ক

১ জানুয়ারী ২০২৫ ১৯:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়। এরমধ্যে দুইজন সহকারী প্রক্টর যোগদান করেননি। তাদের দুজনের নিয়োগ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছিল।

বুধবার (১ জানুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁরা দুজন হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মো. তামজীদ হোসেন মোল্লা ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন।

এ বিষয়ে মো. তামজীদ হোসেন মোল্লা বলেন, "আমাদের কেউ চাপ প্রয়োগ করেনি বা যোগদান থেকে বিরত রাখেনি। তবে কী প্রক্রিয়ায় আমাদের নির্বাচন করা হয়েছে, তা আমি জানি না।"

নাজিয়া আফরিন বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই। বলা হয়েছিল, যোগদানের এক বছরের মধ্যে অতিরিক্ত সুবিধাগুলো পাব, কিন্তু আমরা এখনও যোগদান করিনি। নিয়োগের প্রক্রিয়া কীভাবে হয়েছে, সে বিষয়ে আমরা অবগত নই।"

উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর তার নিয়োগ বাতিলসহ শাস্তির আওতায় আনতে ৭ দিনের আল্টিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]