25653

04/19/2025 রাবিতে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

রাবিতে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

রাবি প্রতিনিধি:

২ জানুয়ারী ২০২৫ ১১:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

এসময় ভিতরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য। তবে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এখনো বিশ্ববিদ্যালয়ে আসেনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে তালা দিলে তারা ভিতরেই অবস্থান করে। উপ-উপাচার্যদ্বয় হলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন (প্রশাসন)।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমি যে ভিতরে আটকা পড়ে আছি তেমনটা নয়। আমি আমার অফিসের কার্যক্রম গুলো পরিচালনা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে কোন একটা আন্দোলন গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিৎ। কারো গণতান্ত্রিক অধিকার খর্ব করে কোনো আন্দোলন করা ঠিক না।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে পোষ্য কোটা বাতিলের দাবিতে তালা দেন শিক্ষার্থীরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]