25654

04/04/2025 ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ

২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ

রাজটাইমস ডেস্ক: 

২ জানুয়ারী ২০২৫ ১২:২৬

আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকা করা হবে। তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২ জানুয়ারি। আর চূড়ান্ত তালিকা হবে আগামী বছরের ২ মার্চ।

বছর শেষে ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনারের মতে, যদি এর আগে জাতীয় নির্বাচন হয় এবং প্রয়োজন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]