25659

04/04/2025 ধামইরহাটে ছাত্র আন্দোলনে শহিদ বায়েজিদের ভাইকে চাকুরী প্রদান

ধামইরহাটে ছাত্র আন্দোলনে শহিদ বায়েজিদের ভাইকে চাকুরী প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২ জানুয়ারী ২০২৫ ১৬:৪০

নওগাঁর ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ বায়েজিদ বোস্তামির বড় ভাই মো. কারীমুল ইসলামকে চাকুরী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামইরহাট এমএম সরকারি ডিগ্রী কলেজের অত্যাবশকীয় কর্মচারি হিসেবে তাকে নিয়োগ প্রদান করেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রভাষক মো. জাহাঙ্গীর আলম। কারীমুল ইসলাম উপজেলার চকচন্ডি কৈগ্রাম এলাকার ছাকোয়াত হোসেনের ছেলে।

এসময় নিয়োগ প্রদানকালে উপস্থিত ছিলেন, শিক্ষক স্টাফ কাউন্সিলের সেক্রেটারী মো. শামীম-উল-হাসান, মাজেদুর রহমান, প্রভাষক শরিফুল ইসলাম, মেহেদী হাসান, সুলতান মাহমুদ, আবু সাইদ, পারেশ হোসেন প্রমুখ।

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভারতীয় পুলিশ শহিদ বায়েজীদ বোস্তামিসহ মোট ১৩জনকে কে হত্যা করেন এবং পুলিশের কাভার্ড ভ্যানসহ মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]