25662

04/04/2025 রাবিতে কোটা পূর্নবহাল না করলে কর্মবিরতিতে যাবে অফিসার্স সমিতি

রাবিতে কোটা পূর্নবহাল না করলে কর্মবিরতিতে যাবে অফিসার্স সমিতি

রাবি প্রতিনিধি:

২ জানুয়ারী ২০২৫ ১৮:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পূর্বের ন্যায় ৫ শতাংশে পূর্নবহাল না করলে আগামী ৮ জানুয়ারি কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় অফিসার্স সমিতি নিজ কার্যালয়ে এক সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। সভায় সভাপতিত্ব করেন সমিতিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোক্তার হোসেন।

সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটা পূর্বের শতকরা ৫% কোটা পূর্ন বহাল সহ বিভিন্ন দাবিতে আগামী ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ্ হাসান নকীব এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন। উপাচার্য তাদের দাবি মেনে না নিলে আগামী ৬ জানুয়ারি তারা মানববন্ধন করবেন, ৭ তারিখ থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং ৮ জানুয়ারি সারাদিন কর্মবিরতি পালন করবেন।

এবিষয়ে জানতে চাইলে সমিতিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, আমরা আগামী পাঁচ তারিখে ভিসি স্যারের সাথে দেখা করবো। তিনি যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে ৬ তারিখে মানববন্ধন, ৭ তারিখে আমরা অবস্থান কর্মসূচি, এবং ৮ তারিখে আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। তাতেও যদি কোন সমাধান না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাবো এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]