2567

04/18/2025 করোনায় বিভাগে প্রাণ গেল আরো একজনের

করোনায় বিভাগে প্রাণ গেল আরো একজনের

রাজটাইমস ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২০ ০১:০৭

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিভাগজুড়ে প্রাণহানি হয়েছে আরও একজনের। করোনায় প্রাণ হারানো ব্যক্তিটি বিভাগের বগুড়া জেলার বলে জানা গেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২২২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে বিভাগে নতুন ৫২ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৩ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ১০০ জন। এদের মধ্যে ২১ হাজার ৮২৩ জন সুস্থ হয়েছেন।বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৩৯ জন

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]