04/23/2025 এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি পাকিস্তানি তারকার
রাজ টাইমস ডেস্ক
৩ জানুয়ারী ২০২৫ ১৬:০০
চলতি বিপিএলের ঢাকা পর্বের শুরু থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলছে রান বন্যার।ইতোমধ্যেই বেশ কয়েকজন ব্যাটার বড় রানের দেখা পেয়েছেন।
তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাইলফলকের দেখা পাননি। অবশেষে শতকের দেখা পেয়েছেন চট্টগ্রাম কিংসের ব্যাটার। পাকিস্তানি ব্যাটার উসমান খান এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি করেছেন।
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরির দেখা মিললো আসরের সপ্তম ম্যাচে এসে। দিনের প্রথম ম্যাচে আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম কিংস। আগে ব্যাট করতে নেমে মারকুটে ব্যাটিংয়ে চট্টগ্রামের পাকিস্তানি ওপেনার উসমান শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন।
উসমান আজ সেঞ্চুরি ছুঁয়েছেন ৪৮ বলে, ১১ চার ও ৫ ছক্কায় শতরান করেন তিনি। তার শতক ছাড়ানো ইনিংসের সুবাদেই বড় সংগ্রহের দিকে এগোয় চট্টগ্রাম।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট হারায় দলটি। ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হন ২ বলে ০ রান করে। এরপর উসমান খান ও গ্রাহাম ক্লার্ক মিলে গড়েছিলেন ৬৩ রানের জুটি। ক্লার্ক ২৫ বলে ৪০ রান করে আউট হওয়ার পর মোহাম্মদ মিঠুন খেলেন ১৫ বলে ২৮ রানের ইনিংস।
এদিকে সেঞ্চুরি করা উসমান আউট হন উনিশতম ওভারের প্রথম বলে। তাসকিন আহমেদের বলে হাসান মুরাদের ক্যাচে সাজঘরে ফিরেন তিনি, করেছেন ৬২ বলে ১২৩ রান। তার সেঞ্চুরির সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।