25684

12/19/2025 ‘হাসিনার প্রত্যার্পণ নিয়ে নতুন কিছু বলার নেই’

‘হাসিনার প্রত্যার্পণ নিয়ে নতুন কিছু বলার নেই’

রাজটাইমস ডেস্ক

৩ জানুয়ারী ২০২৫ ২২:৪১

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ার অনুরোধে ভারতের নতুন করে কিছ ‍বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৩ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য সপ্তাহখানেক আগে বাংলাদেশ সরকারের বার্তা পেয়েছে। তবে শেখ হাসিনাকে নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

এছাড়া, সাবেক ইসকন নেতা চিন্ময় দাস সম্পর্কে বলেন, চিন্ময় দাস ন্যায় বিচার পাবেন বলে আশা করছে ভারত।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]