25688

04/04/2025 নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা

ইবি প্রতিনিধি:

৪ জানুয়ারী ২০২৫ ১৮:০৬

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় শিক্ষার্থীরা প্রশাসন ভবনের ফটকে তালা মারলে ভেতরে আটকে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রায় দেড় ঘন্টারও বেশি সময় প্রশাসন ভবন তালাবদ্ধ থাকার পর রোববার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

জানা যায়, আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন। এসময় তারা ‘জবি যখন স্বাধীন, ইবি কেনো পরাধীন’, ‘খুবি যখন বাইরে, আমরা কেনো গুচ্ছে’, ‘ ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো রাখতে হবে’, ‘গুচ্ছের ভোগান্তি, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতি শুরু হলেও তা বাস্তবে প্রতিফলিত না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। দীর্ঘ সময় ধরে ভর্তি প্রক্রিয়া চললেও বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা পূর্ণ হচ্ছে না।

ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। স্বকীয়তা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে ইবিকেও স্বতন্ত্র পদ্ধতির ভর্তি পরীক্ষা নিতে হবে। প্রায় দেড় ঘন্টা পর দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী রোববার এ বিষয়ে আন্দোলনকারীদেরকে উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে ভবনের তালা খুলে দেয় শিক্ষার্থীরা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য এখন ক্যাম্পাসে নেই। তিনি আসলে রোববার বিকেল ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে বসবেন। সবার সঙ্গে বসে আমরা গুচ্ছে থাকা অথবা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]