04/22/2025 শেখ হাসিনার ভারতে পালানোর পাঁচ মাস আজ
রাজটাইমস ডেস্ক:
৫ জানুয়ারী ২০২৫ ১১:০৩
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোর পাঁচ মাস আজ। গেলো বছর ৫ আগস্ট ছাত্রা-জনতার আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ প্রধান।
ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকা হয়। এতে সাড়া দিয়ে পুরো দেশের ছাত্র-জনতা ঢাকার সড়কে নেমে পড়েছিল। গণভবন ঘেরাও করার উদ্দেশ্যে তাদের সেই পদযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হাজারো ছাত্র-জনতার গণভবনমুখী যাত্রায় শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে।
জুলাইয়ে ছাত্র-জনতার ওপর চালানো নির্যাতন, গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা চলমান রয়েছে। ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠায়। এরপর দুই দফায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ইস্যুতে কথা বললেও ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো স্পষ্টা বার্তা দেয়নি। দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা।