25697

04/22/2025 ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া

১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া

রাজটাইমস ডেস্ক: 

৫ জানুয়ারী ২০২৫ ১১:১৫

দশ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিডনি টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে জিতল অজিরা।

সিডনি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ১৫৭ রানে অল আউট হয়ে যায় ভারত। তাতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬২ রানের। ৬ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

ফলে ২০১৪-১৫ মৌসুমের পর আবারও বর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে তুলল অস্ট্রেলিয়া। তার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল প্যাট কামিন্সের দল।

সিডনিতে দ্বিতীয় দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল তৃতীয় দিনের চলে আসবে এই টেস্টের ফল। আর হয়েছেও তাই। দিনের শুরুতেই ভারতের বাকি উইকেটগুলো দ্রুত তুলে নেয় অজি বোলাররা।

তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অজি পেসার স্কট বোল্যান্ড। ৩৫ বছর বয়সি এই অজি পেসার ৪৫ রানে নেন ৬ উইকেট। যা টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয়বার পাঁচ উইকেট। এছাড়াও প্যাট কামিন্স পেয়েছেন ৩ উইকেট।

এদিকে ভারতের দ্বিতীয় ইনিংসের এক রিশভ পন্ত বাদে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় দিনে টি-টোয়েন্টি সুলভ ব্যাট করে ৩৩ বলে ৬১ রান করেছিলেন পন্ত।

১৬২ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। কনস্টাস ও খাজার ওপেনিং জুটি থেকে আসে ৩৯ রান। এরপর হঠাৎ দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অজিরা।

তবে শেষ দিকে ট্রাভিস হেড এবং অভিষেক টেস্ট খেলা বিউ ওয়েবস্টার অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নিয়ে যান। হেড ৩৪ এবং ওয়েবস্টার ৩৯ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে ৩ উইকেট পান প্রসিধ কৃষ্ণ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায় ভারত। তবে বল হাতে জবাবটা ভালোই দিয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অল আউট করে তারা। তাতে ৪ রানে লিডও পেয়ে যায়।

তবে ভারতের প্রথম ইনিংসে চোটের কারণে মাত্র ১০ ওভার বোলিং করার পর মাঠ ছাড়েন বুমরাহ। এরপর আর বোলিং করতে পারেননি তিনি। ব্যাটিং করতে নামলেও দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি ভারতের এই অভিজ্ঞ পেসার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]