25713

04/22/2025 ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৬ জানুয়ারী ২০২৫ ২০:১০

নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হাকিম, পুলিশ পরিদর্শক আব্দুর রহিম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]