25721

04/19/2025 ধামইরহাটে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৮ হাজার ৭২৮ জন

ধামইরহাটে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৮ হাজার ৭২৮ জন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৭ জানুয়ারী ২০২৫ ১৬:০০

নওগাঁর ধামইরহাটে নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে প্রতিমাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

গত ১লা জানুয়ারি থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অন্তর্গত পূর্বের কার্ডধারীদের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। এখন থেকে স্মার্ট কার্ড এর মাধ্যমে ভোক্তারা টিসিবি পণ্য নিজস্ব ডিলারদের নিকট থেকে ক্রয় করতে পারবেন।

সম্পূর্ণ বিনামূল্যে স্মার্ট কার্ড পৌরসভা সহ প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে।

জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ড পৌরসভার ১হাজার ৮৭৬ জনের মাঝে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সর্ব্বোমোট ৬ হাজার ৮৫২ জনের মাঝে ফ্যামিলি স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে ২য় ধাপের মাধ্যমে বাকি কার্ডধারীদের মাঝে এ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

এসময় কার্ড বিতরণকালে পৌর প্রকৌশলী সজল কুমার মন্ডল, পৌরসভার অফিস সহকারি মো. আব্দুল জলিল, মো. ফারুক হোসেন, আরিফুল ইসলাম, হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]