25724

04/04/2025 ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

রাজটাইমস ডেস্ক:

৭ জানুয়ারী ২০২৫ ১৯:৫৫

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিনজনের প্রাণহানির তথ্য জানানো হয়। পরে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় তাদের কর্মীরা।

জানা গেছে, ফরিদপুর সদরের মুন্সিবাজারে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে পড়ে যায়। এতে যানটিতে থাকা পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও একজন।

উদ্ধার অভিযানে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। তাদের সহযোগিতা করছে স্থানীয়রা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]