25733

04/19/2025 ধামইরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ধামইরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৮ জানুয়ারী ২০২৫ ১৮:৫২

নওগাঁর ধামইরহাটে সারাদেশের ন্যায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ৯ টায় উপজেলার ফারর্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠে ক্রিকেট ম্যাচ এবং সকাল ১১ টায় সরকারি এমএম ডিগ্রী কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন শেষে ধামইরহাট পৌরদল সহ ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের ফুটবল এবং ক্রিকেট একাদশের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার,ধামইরহাট পৌরসভার প্রকৌশলী শ্রীঃ স্বপন কুমার মন্ডল, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, বিএনপি নেতা আলহাজ্ব হানজালা, ছাত্রনেতা ওমর ফারুক রুমন, যুবদল নেতা মনসুর আলী, ধামইরহাট ছাত্র আন্দোলন প্রতিনিধি সাজিদ বিল্লাহ, ফয়সাল আহমেদ, সাংবাদিক মুমিনুল ইসলাম,কালের কন্ঠে নওগাঁ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]