25738

04/19/2025 ধামইরহাট সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি কর্তৃক আটক ২জন

ধামইরহাট সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি কর্তৃক আটক ২জন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৮ জানুয়ারী ২০২৫ ১৯:১৩

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি'র অভিযানে দালালসহ দুই জনকে আটক করেছে বিজিবি।

গতকাল ৭ জানুয়ারি বেলা ১১ টায় কালুপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বস্তাবর বিওপি কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

সীমান্ত পিলার ২৬৩/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু মাঠের মধ্যে থেকে তাদের আটক করেন।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি।

১৪ বিজিবি পত্নীতলা সুত্রে জানা যায়, আটককৃত অনুপ্রবেশ চেষ্টাকারি যশোর জেলার মনিরামপুর থানার পাঁচপুতা গ্রামের আলী মিয়ার ছেলে লাভলু রহমান (৪৫) এবং দালাল ধামইরহাট থানার খড়মপুর গ্রামের আজাহার রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)।

এসময় তাদের তল্লাশি করে ২টি মোবাইল ফোন, ৭০০ ভারতীয় রুপি ও ২টি ভারতীয় সিম কার্ড উদ্ধার করে বিজিবি।

আটককৃতদের পাসপোর্ট আইনে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে মালামাল সহ কোর্টে হস্তান্তর করা হয়। ধামইরহাট থানার মামলা নং-৪,তাং-৭/১/২০২৫।

নওগাঁ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]