25746

04/22/2025 বিএনপির রাজশাহী মহানগর কমিটিতে দায়িত্ব পেলেন যারা

বিএনপির রাজশাহী মহানগর কমিটিতে দায়িত্ব পেলেন যারা

রাজ টাইমস ডেস্ক

৯ জানুয়ারী ২০২৫ ১৮:১৬

রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুন অর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে ৩৫ জনকে আহ্বায়ক ও সদস্য সচিবসহ রাখা হয়েছে।

তথ্যনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব আলাউদ্দিন আলী।

বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আলী এবং সদস্য সচিব বজলুজ্জামান মোহন।

নগরীর মতিহার থানায় আহ্বায়ক একরাম আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবু এবং সদস্য সচিব আল মামুন বাবু।

রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্য সচিব আমিনুল ইসলাম।

শাহমুখদুম থানার আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব নাসিম খান।

চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।

কাশিয়াডাঙ্গ থানা বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু আলম খান উজ্জাল এবং সদস্য সচিব মজিউল আহসান হিমেল।

উল্লেখ্য ২০২১ সালের ১০ মার্চ রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]