04/19/2025 ধামইরহাটে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে জরিমানা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
১০ জানুয়ারী ২০২৫ ১৮:৪৬
নওগাঁর ধামইরহাটে তিন ফসলি জমির মাটি স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে কেটে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়ানগর ইউনিয়নের অর্ন্তগত আবাদপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে কৃষক আব্দুস সালাম ওই এলাকার মাঠে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের কাজ করছিলেন।
গোপনসূত্রে খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা অমান্য করার অভিযোগে আব্দুস সালাম গংদের ১ লক্ষ টাকা নগদ অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। ওই মাঠে পুকুরটি খনন করা হলে পরিবেশ ও চাষাবাদসহ আশেপাশের কৃষকরা বিভিন্ন ক্ষতির সম্মূখীন হবে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন।