25773

04/22/2025 রাবির চার হলে চারটি কুরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা

রাবির চার হলে চারটি কুরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা

নুর আলম নেহাল, রাবি প্রতিনিধি:

১২ জানুয়ারী ২০২৫ ১৫:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারটি আবাসিক হলে রাতের আঁধারে চারটি পবিত্র কুরআন পোড়ানোসহ  বিক্ষিপ্ত অবস্থায় কুরআনের তিনটি  কভার পেজ খুলে ছাঁদে ফেলে রাখার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

এসময় শহীদ জিয়াউর রহমান হলের দেওয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগো আঁকা হয়েছে। তবে সেটি শীতকালীন ছুটির পর থেকে দেখছেন ছাত্ররা বলে জানিয়েছেন। 

রোববার (১২ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

হলগুলো হলো শহীদ জিয়াউর রহমান হল দুইটি কুরআনের ভিতরের অংশে, সৈয়দ আমীর আলী একটি কুরআনে, শহীদ হবিবুর রহমান হল একটি কুরআনে ভিতরে অংশে ও মতিহার হল ১ম ব্লকের পানির ট্যাংকির  ছাঁদে তিনটি কুরআনের কভার পেজ পাওয়া গেলেও অবশিষ্ট সূরার অংশ বা পাতা পাওয়া যায় নি । 

বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে এই ঘৃণ্য কাজটি করেছে।

ঘটনা জানাজানি হওয়ার পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্যারিস রোডে এক মানববন্ধন করেন তারা। এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে দেখছেন তারা। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মোহা. ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনধিক সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর এক চক্রান্ত চলছে। যেকোনো উপায়ে এটা অস্থিতিশীল করার জন্য কিছু পক্ষ উঠে পড়ে লেগেছে। এটা সুস্পষ্ট উস্কানী। একদল অত্যন্ত নীচ মানুষ নামের কলঙ্ক এই ঘটনা ঘটিয়েছে। আমরা দুস্কর্মকারীদের জিততে দেব না। ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো পুরোদমে কাজ করছে। আমরা খুব শিগগিরই জানতে পারব কারা এই ন্যক্কারজনক কাজগুলো করেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]