25775

04/19/2025 ধামইরহাটে বাল্যবিয়ে দেওয়ায় মায়ের কারাদন্ড

ধামইরহাটে বাল্যবিয়ে দেওয়ায় মায়ের কারাদন্ড

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১২ জানুয়ারী ২০২৫ ১৬:৫৪

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা ভঙ্গের কারণে বাল্যবিবাহ সংশ্লিষ্ট মায়ের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

১১ জানুয়ারী রাতে উপজেলার উমার ইউনিয়নের বাখরপুর আদিবাসী পাড়ায় এই বাল্য বিয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, বাখরপুর গ্রামের মোজাফফর রহমানের মেয়ের ছুম্মার সাথে পৌর সদরের আমাইতাড়া গ্রামের আবু বক্করের অপ্রাপ্ত বয়স্ক ছেলে হৃদয় বাবুকে মেয়ের বাড়ীতে একত্র পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং বিয়ের আয়োজন করে। ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্ত বয়স্ত হওয়ায় এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান তাঁর প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে বিয়ে না দিতে একাধিক বার নিষেধ করেন।

কিন্তু মেয়ের পরিবার নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন সম্পন্ন করে, এদিকে ছেলেকে কৌশলে ডেকে নিয়ে বাল্যবিবাহ দেওয়ারও লিখিত অভিযোগও করেন ছেলের বাবা আবু বক্কর ।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে কৌশলে বর-কনে ও মেয়ের বাবা চম্পট দেয়। ঘটনাস্থলে মেয়ের মা মোসা. মোহসেনা খাতুনের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্যবিবাহ নিরোধক আইন ২০১৭ এর ৮ ধারা ভংগের দায়ে সর্বনিম্ন ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]