25798

03/13/2025 ধামইরহাটে লটারির মাধ্যমে গ্রামীন রাস্তা নির্মানের টেন্ডার সম্পন্ন

ধামইরহাটে লটারির মাধ্যমে গ্রামীন রাস্তা নির্মানের টেন্ডার সম্পন্ন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৪ জানুয়ারী ২০২৫ ১৮:২৭

নওগাঁর ধামইরহাটে গ্রামীন রাস্তার এইচবিবিকরণ কাজের লক্ষ্যে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় উপজেলা পরিষদ সভাকক্ষে ২টি গ্রুপে মোট দেড় কিলোমিটার রাস্তার এইচবিবি কাজের লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান হয়।

এতে ১নং গ্রুপে আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালান্দার বিজিবি ক্যাম্পের উত্তর পাশে পাকা সড়ক হতে পূর্ব দিকে শ্যামপুর (ভারপুর) মুখী ১০০০ মিটার রাস্তার এইচবিবিকরণ কাজের টেন্ডারে ৩১৫টি আবেদনের মধ্যে মান্দা উপজেলার বড়ই প্রাসাদপুরের আখেরুজ্জামান লটারিতে ১ম ঠিকাদার নির্বাচিত হন এবং ২য় হয়েছেন জোকাবিলা আরজী নওগাঁর মেসার্স রাইসা ট্রেডার্স এবং ২য় গ্রুপে ইসবপুর ইউপির বৈদ্যহাটি সাঁওতালপাড়া এইচবিবি রাস্তার মাথা হতে চকপ্রসাদ পাকার মাথামূখি (চেইনেজ ৫০০ মিটার) সড়ক এইচবিবি করণ কাজের টেন্ডারে ২৪১টি আবেদনের মধ্যে বদলগাছী উপজেলার মেসার্স মামা-ভাগ্নে বিক্স্র ১ম ঠিকাদার নির্বাচিত হন এবং ২য় হয়েছেন কোমায়গাড়ি নওগাঁর সাখিদার ট্রেডার্স। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মো. আয়েন উদ্দিন ডালিম, মাসুদুর রহসান সরকারসহ বিভিন্ন উপজেলার ঠিকাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]