25801

03/13/2025 ৪২ দিনের যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইসরায়েল-হামাস

৪২ দিনের যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইসরায়েল-হামাস

রাজটাইমস ডেস্ক

১৪ জানুয়ারী ২০২৫ ২২:৫১

কাতারের রাজধানী দোহায় গাজার যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এই সময়কালে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের হাতে বন্দি থাকা ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সোমবার ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের ধারণা, মুক্তি পাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত থাকবেন, তবে কয়েকজন ‘নিহত’ জিম্মি মুক্তি পাওয়ার জন্য হামাস তাদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা চালায়, যার ফলে ২৫১ জন ইসরায়েলি নাগরিক এবং বিদেশি নাগরিক জিম্মি হন। বর্তমানে ৯৪ জন জিম্মি হামাস ও তাদের মিত্রদের হাতে বন্দী রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী—এই ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জন ইতোমধ্যে নিহত হয়েছেন। নিহতদের মরদেহও জিম্মি মুক্তির অংশ হিসেবে হামাস ইসরায়েলের কাছে হস্তান্তর করবে।

সূত্র: সিএনএন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]