25833

03/14/2025 ধামইরহাটে সংঘাতহীন রাজনীতি ও সম্প্রীতি নির্মাণের লক্ষ্যে মানববন্ধন

ধামইরহাটে সংঘাতহীন রাজনীতি ও সম্প্রীতি নির্মাণের লক্ষ্যে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৮ জানুয়ারী ২০২৫ ১৯:১৯

নওগাঁর ধামইরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) আয়োজনে সংঘাতহীন রাজনীতি ভুলে সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ১২টায় দি হাঙ্গার প্রজেক্টের তত্ত্বাবধায়নে ধামইরহাট প্রেসক্লাব ভবনে পিএফজির ধামইরহাট এ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. মো. আইয়ুব হোসেন, জাতীয়পার্টি নেতা দেওয়ান আব্দুল হান্নান, বাসদ ধামইরহাট শাখার আহবায়ক দেবলাল টুডু, পিএফজির নওগাঁ জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল, ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবু প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রেসক্লাব ভবনের সামনে আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]