04/19/2025 ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানিমুক্ত বিভাগ
রাজটাইমস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২০ ২২:৫২
টানা এক সপ্তাহ পর করোনায় মৃত্যুশূণ্য দেখল রাজশাহী বিভাগ। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩৬৪ জনের প্রাণ নিয়েছে করোনা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২২২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
এছাড়া এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৫ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ১৩৪ জন। এদের মধ্যে ২১ হাজার ৮৬৮ জন সুস্থ হয়েছেন।বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৪৫ জন।