25845

03/14/2025 বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজ টাইমস ডেস্ক

২০ জানুয়ারী ২০২৫ ০৯:২৪

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের তিনমাথা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই) শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত ১২টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যায় সান্তাহার থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত এক ব্যক্তি। এতে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। নিহতের পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]