25851

03/13/2025 ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ মুখ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ মুখ

রাবি প্রতিনিধি:

২০ জানুয়ারী ২০২৫ ২৩:৩৭

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান চার নেতা।

শিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই চার নেতা হলেন রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক ছাত্র আজিজুর রহমান আজাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল মোহাইমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সিফাত উল আলম এবং অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

তাদের মধ্যে মোস্তাকুর রহমান জাহিদ রাবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আব্দুল মোহাইমেন রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং আজিজুর রহমান আজাদ ২০২২ সেশনে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর মো. সিফাত উল আলম ছিলেন রাজশাহী মহানগর শিবির সভাপতি।

কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে প্রচার সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ, শিক্ষা সম্পাদক হিসেবে আব্দুল মোহাইমেন এবং মানবাধিকার সম্পাদক হিসেবে মো. সিফাত উল আলম মনোনীত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাবি শিবিরের বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা এটিকে পদ পাওয়া হিসেবে গণ্য করি না, এটিকে আমরা অনেক বড় দায়িত্ব হিসেবে গণ্য করি এবং জিম্মাদারি রক্ষা করা কঠিন মনে করি। আল্লাহ যেন আমাদের এই দায়িত্বকে সহজ করে দেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]