25876

04/04/2025 আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন: ইসি মাছউদ

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন: ইসি মাছউদ

রাজ টাইমস ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৫ ১৬:৩১

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এই বিতর্কের মধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত দিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সেটা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারিতে হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পটুয়াখালীতে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়

আগামী নির্বাচন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

ইসি মাছউদ বলেন, আমরা জা‌তিকে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবা‌ন্বিত হওয়ার সুযোগ নাই।

এ সময় তিনি জানান, নির্বাচন কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন। তিনি বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এতে পটুয়াখালী জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]