25879

04/04/2025 গাজায় তিন ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজায় তিন ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর

রাজ টাইমস ডেস্ক

২৪ জানুয়ারী ২০২৫ ১৪:০২

দখলদার ইসরায়েলকে সহযোগিতা করায় গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ।

বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম ‘গাজা নাউ’ মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে ‘গাজা নাউ’ টিভির ১৭ লাখ ফলোয়ার রয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে এই সংবাদমাধ্যম। এতে দেখা গেছে, হামাসের কয়েক ডজন যোদ্ধা, যাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই তিনজনই ফিলিস্তিনি। কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করেছেন তারা।

ভিডিওটির শিরোনামে লেখা হয়, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত। যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]